শাফায়েত নাজমুল কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে এখন পুরো ধান কাটার মৌসুম ৷ শ্রমিক সংকটে দিশেহারা কৃষক ৷ ঠিক এমন সময় প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান ও তার কর্মীরা | ২৬ শে এপ্রিল বুধবার থেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফুর রহমান নয়নের নেতৃত্বে কৃষকের ধান কাটা অভিযান শুরু হয় ৷ কিশোরগঞ্জের সদর উপজেলার মারিয়া এলাকায় চলে ধানকাটা অভিযান ৷ তাদের অভিযানকে প্রশংসা জানিয়েছেন কৃষকরা ৷ চাষী জয়নাল , শাহজাহান ও মতি মিয়া জানান ছাত্রলীগের সোনার ছেলেরা তাদের ৬ বিঘা জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন ৷ তারা আরো জানান এখন ধান কাটার শ্রমিক সংকট কারণ বেশিরভাগ শ্রমিকই আটো রিকসা চালায় কেউবা গার্মেন্টসে কাজ করে ৷ তাছাড়া ৭ শ ৮শ টাকা রোজের শ্রমিক পাওয়া খুবই কঠিন এ অবস্থায় তারা হতাশার মধ্যে ছিলেন ৷ ছাত্রলীগের এমন সহযোগিতায় তারা প্রাণ ফিরে পেয়েছেন | জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফুর রহমান নয়ন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা চাষীদের ধান কাটার কাজে সহযোগিতা করছি ৷ এটা আমাদের দায়িত্ব ৷ আমরা পুরো ধান কাটা মৌসুমে কৃষকদের পাশে থাকবো আর যেখানে শুনবো শ্রমিক সংকট সেখানেই আমরা ঝাপিয়ে পরবো ৷
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.