সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর নতুন বাজারে সন্ত্রাসী কর্তৃক দোকান পাটে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে হোসেনপুর নতুন বাজার মোড়ে দোকানপাট বন্ধ রেখে ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হোসেনপুর নতুন বাজার ব্যবসায়ীবৃন্দ।
গত ২৫ এপ্রিল দিবাগত রাতে হোসেনপুর উপজেলা সদরের ধূলিহর গ্রামের কতিপয় সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন বাজারের বিভিন্ন দোকান পাটে হামলা চালিয়ে ভাংচুর করে।
এ ঘটনায় পৌর এলাকার দক্ষিণ আড়াইবাড়িয়া গ্রামের ব্যবসায়ী সৈয়দ হোসেনের পুত্র হাসান রেজা বাবু বাদী হয়ে – ধূলিহর গ্রামের আকাশ মিয়া,রাকিবুল, তৌফিক মিয়া,লালচান, মারুফ সহ ৩০ জনকে অভিযুক্ত করে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধন কর্মসূচীতে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন-সাবেক পৌর কাউন্সিলর দৌলত মিয়া, ব্যবসায়ী আওলাদ হোসেন, আবুল কালাম, হাসান রেজা বাবু, জামাল মিয়া,রিমন মিয়া প্রমুখ।