কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের সদর উপজেলা দানাপাটুলী ইউনিয়নে মাথিয়া বন্ধে বুধবার (২৬এপ্রিল) সকাল ১০টায় সিএনজি ও ট্রম ট্রম গাড়ির সাথে সংঘর্ষে মোয়ায (১২) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। নিহত মোয়ায কটিয়াদী উপজেলা করগাঁও ইউনিয়নের বাচ্চু মার্কেটের গ্রামের মোঃ আলমাস মিয়ার ছেলে।
জানা যায়, নিহত মোয়ায লিকলী উপজেলা সদর ইউনিয়নের ষাইটধার গ্রামের আলী মোহাম্মদ নানার বাড়িতে মা বাবা নিয়ে থাকেন। ঘটনার দিন বুধবার সকাল সাড়ে নয়টায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে তার মাকে নিয়ে সিএনজি করে যাওয়ার পথে মাথিয়া বন্ধে টমটমের সাথে সিএনজির ধাক্কা লাগলে মোয়ায আহত হয়।
তারপর নিহত মোয়ায কে তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে বার বার মুঠোফোন করে ও পাওয়া যায়নি।