মোঃ সোহেল রানা :- গতকাল ২১ এপ্রিল রোজ শুক্রবার কিশোরগঞ্জের আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন অসহায়, হতদরিদ্র ও অস্বচ্ছল ১০০ পরিবারের মাঝে ঈদ পণ্য বিতরণ করেছেন
সংগঠনের একাধিক সিনিয়র দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা গেলো পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন ২০১৯ সালের ১ জুনে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৫০০ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করেন।
সংগঠনটি রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ব্লাড ক্যাম্পিং, গাছ লাগানো অসহায় মানুষের পাশে থাকা।
সংগঠনের সিনিয়র দায়িত্বশীলদের সাথে কথা বলে জানতে পারলাম তারা বিগত বণ্যায় ইটনা ও সুনামগঞ্জের শাল্লায় প্রায় ২০০ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন।
সংগঠনটি শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ঈদে ঈদ পণ্য বিতরণ সহ অসহায়দের পাশে দাঁড়িয়েছে।
সংগঠন টি একাধিক এতিম বাচ্চাদের পড়ালেখা সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে।