কিশোরগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল কালের নতুন সংবাদে গত ১৭/০৪/২০২৩ ইং তারিখ ও মাসিক কালের নতুন সংবাদ এ ১৯/০৪/২০২৩ ইং তারিখে “কিশোরগঞ্জে স্বামীর হত্যাকারীদের আক্রমণে স্ত্রী মৃত্যুশয্যায় ” শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন, ইব্রাহীম কাশেমী, গাইটাল, নয়াপাড়া, কিশোরগঞ্জ। তিনি তার প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন এলাকার একটি কুচক্রী মহল সংবাদটি প্রকাশ করতে সহযোগিতা করেছেন। মৃলত মামলার বাদী আহত দাবিদার মদিনা এবং ইয়াসিন আমাদের নামে মোকা: নং- ৪৫৪/২০২২ ও ২৪৯/২০২২ মামলায় হেরে গিয়ে বাদী ইয়াসীন ও ময়না আমার জমিতে কাজ করতে গেলে বাধা দিলে তারা এ নাটক সাজিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায়। সেই সাথে আমার আত্মীয় ছয় থেকে সাত জনের নাম উল্লেখ করে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত পক্ষে উল্লেখিত হত্যা মামলায় সন্দেহ ভাজন একজনের নাম ছিল এবং সংবাদ প্রকাশের সহযোগিতা মামলার বাদীদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ফলে তারা আমাদের নামে এরূপ মিথ্যাচার সংবাদ প্রকাশ করিয়াছে। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।