আমিনুল ইসলাম আহাদ
২০( এপ্রিল) বুধবার ২৭ শে রমজান সকাল ১১ ঘটিকার সময় কুমিল্লা জেলা বরুড়া উপজেলা বাতাইছড়ি পুরাতন বাজারে হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে মারিয়া আক্তার মেঘলার অর্থায়নে ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিতি ছিলেন মানবাধিকার কর্মী হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা রহমান পুতুল, এ সময় মারিয়া আক্তার (মেঘলা) বলেন মানবতার কল্যাণে মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে আমার ক্ষুদ্র বয়সে বাকি দিনগুলো মানুষের কল্যাণে কাটিয়ে দিতে চাই, মানব সেবায় হচ্ছে পরম ধর্ম, আমার ক্ষুদ্র বয়সে মানুষের পাশে দাঁড়ানোর মত কোন সামর্থ্য আমার নেই, তারপরও আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরো বড় সড়োভাবে অসহায় মানুষের পাশে আরো ভালো কিছু নিয়ে দাঁড়াতে পারি।