নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ জেলা সদর চয়না বৌলাই হাসিনা আক্তারের বাড়ীতে আসাদ,কাঞ্চন গংরা মাদক সেবীদের নিয়ে বাড়ীতে হামলা করে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, চয়না বৌলাই এলাকার বিজিবি সদস্য আব্দুল রাজ্জাকের স্ত্রী হাসিনা আক্তারের বাড়িতে গত ১৩/৪/২০২৩ খ্রীঃ রাত ১০ ঘটিকায় আসাদ ও কাঞ্ছন গংরা মাদক সেবন করে প্রায়ই তার বাড়িতে ইট পাটখেল নিক্ষেপ করে। ঘটনার দিন এ বিষয়ে আমি প্রতিবাদ করিলে বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় এবং হাসিনাকে মারপিঠ করে শ্লীলতাহানি করার চেষ্টা করে। আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত হাসিনা বলেন তাদের অত্যাচার থেকে বাঁচতে বিভিন্ন সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের স্মরণাপন্ন হলেও কোন ফল পাইনি। ঐই চক্রটি এর আগেও আমার জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে এবং ৫০-৬০টি বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলে এবং আমার পরিবারের লোকজনকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় । এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় ২০/১১/২০১৪ খ্রীঃ তারিখে একটি সাধারণ ডায়েরি করা হয়। যাহার নং ১১৬২। বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। তার প্রেক্ষিতে এস আই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার স্থল পরিদর্শন করে এসেছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে এস আই রুহুল আমিন বলেন ঘটনাস্হল পরিদর্শন করেছি মামলা রুজু বাদী চাইলে মামলা রুজু করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.