আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকার সহ ৪ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ভালুকা মডেল থানায় সাংবাদিকদের এই তথ্য জানান অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন।
পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে উপজেলার পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার হোমনা উপজেলার শাহ আলম (৩৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বিল্লাল হোসেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আবু তাহের (৩০) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সবুজ মিয়া (২৯)।
ওসি কামাল হোসেন জানান, ঈদ যাত্রাকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান ও টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত প্রাইভেটকারের গতিরোধ করে এই ৪ ডাকাতকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান ওসি