নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে ২য় বারের মত শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে পুলিশ সার্জেন্ট সানিউল হক রবিন।
গত শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভাতে তাকে শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কার দেয়া হয়।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। তিনি ট্রাফিক ম্যানেজমেন্ট, যানজট নিরসন, অবৈধ যান আটক, এলইডি লাইট অপসারণ, নিষিদ্ধ হর্ন জব্দ, রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটকে সর্বাধিক মামলা এবং শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিলকারী হিসেবে ১ মাসে ১১৮ টি সর্বোচ্চ মামলা দায়ের এবং মার্চ মাসের পারফর্মেন্স বিবেচনায় কিশোরগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট সানিউল হক রবিনকে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত করে ক্রেস্ট ও পুরস্কার করা হয়।
পুরস্কার বিতরণ ও মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ) নূরে আলম,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইনসহ্ ১৩ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো:সানিউল হক রবিন, নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর গ্রামে। ভালো কাজের এই স্বীকৃতিতে আমি আগামীতে আরো ভাল কাজ করতে অনুপ্রোণিত হলাম বলে জানান তিনি প্রতিটি পুরস্কার কাজের গতিকে তরান্বিত করে। কিশোরগঞ্জকে যানজটমুক্ত রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.