আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ বোতল ভারতীয় স্কফ সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। এসময় দুইটি সিএনজি জব্দ করা হয়।
শনিবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে কসবা পৌরসভাস্থ আড়াইবাড়ী মাদ্রাসার উত্তর পাশে হোসাইন সুপার সপের সামনে কসবা টু সৈয়দাবাদগামী পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিরাসার গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে মো: জুনায়েদ (২০), মৌরাইলের সেলিম মিয়ার ছেলে রাকিব ইসলাম (২৭) ও কাজীপাড়ার (সরকার পাড়া) মৃত ধন মিয়ার ছেলে জিয়া (৪৭)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন জানান, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় এস আই মোঃ তানজীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাসী চালিয়ে ৬০ বোতল স্কফ সিরাপসহ তাদেরকে গ্রেফতার করেন। এসময় দুইটি সিএনজি জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.