আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫৯ বোতল ভারতীয় স্কফ সিরাপসহ বরকত মিয়া প্রকাশ আরিফ মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। এসময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
বুধবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় কুমিল্লা-কসবা সড়কের কসবা থানাধীন ১০নং বায়েক ইউনিয়নের বায়েক উত্তর পাড়ার মনিরের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বরকত মিয়া প্রকাশ আরিফ মিয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ড সরকার পাড়া (বদরুল উকিলের বাড়ি) মৃত আঃ রাজ্জাকের ছেলে।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন জানান, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে এস আই (নিঃ)/ দিপক চন্দ্র নাথ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৫৯ বোতল স্কফ সিরাপ ও একটি মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী বরকত মিয়া প্রকাশ আরিফ মিয়াকে হাতেনাতে গ্রেফতার করে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত আছে।