সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র) হাসমত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১১/০৪/২৩ খ্রি: ১৩.২০ ঘটিকায় হোসেনপুর থানাধীন ধনকূড়া পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক আপ্তাব উদ্দিন, পিতা-মৃত- শহর আলী এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ সোহেল বাবুর্চি(৩০), পিতা- আব্দুল হাই, সাং- পূর্ব দীপেশ্বর (পাইকারপাড়া), থানা-হোসেনপুর, ২। মোস্তাফিজুর রহমান জনি(২২), পিতা-মৃত- মোমেন, সাং- চরকাওনা, থানা- পাকুন্দিয়া, উভয় জেলা- কিশোরগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজতে থাকা সর্বমোট ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ১৩.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করেন। এ ঘটনায় হোসেনপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।