মোঃ মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় নজরুল ইসলাম (৩০) নামের এক পথচারী নিহত হয়েছে।
নিহত নজরুল ইসলাম জেলার সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের গঞ্জের আলী ছেলে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য মতে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এ,এম বদরুল কবীর জনান, মঙ্গলবার দুপুরে নজরুল ইসলাম নির্মাধীন নলকা সেতুর উপরে দিয়ে পার হচ্ছিল। দূর্ঘটনায় বসত নতুন সেতু থেকে পুরাতন সেতুর উপরে পরে যায়য় এসময় দ্রুত গামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
ট্রাকটি আটক করতে পারলেও চালক হেলপারকে আটক করতে পারে নি পুলিশ।
তিনি আরো বলেন, নিহতের মরহেদ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।