রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালনে পুলিশী বাঁধার মুখে পন্ড হয়ে যায়।
আজ শনিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা পৌর শ্রীরামপুর এলাকায় প্রথমে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে পুলিশী বাঁধার মুখে পরে। পরে ৪ টায় পৌর এলাকার ঝুগিবাড়ি মোর খোলা মাঠে নেতাকর্মীরা অবস্থান নেন। দলীয় নেতা কর্মীরা ১০ দফা দাবিতে বক্তব্য দিলে পুলিশ তাতে বাঁধার মুখে কর্মসূচি পন্ড হয়ে যায়।
এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জামাল আহমেদ চৌধুরী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ ও সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এয়াকুব আলী, জেলা যুবদলের অন্যতমনেতা এস এম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা শহীদজিয়া পরিষদের সভাপতি মেহেদী হাসান প্রমূখ। এ ছাড়াও উপজেলা ও পৌঁর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.