নিজস্ব প্রতিবেদক
খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের হোটেল শেরাটনে বিকাল সাড়ে পাঁচটায় আয়োজিত 'আদর্শ সমাজ গঠনে রমযানের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল।
সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল্লাহর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাঈদ আহমদ ও কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ফরিদ আহমদ সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জমিয়তে উলামায়ে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের জেলার সহ সভাপতি আলহাজ্ব সালাহ্ উদ্দিন খান, মাওলানা আবুল কাশেম, সাংবাদিক নেতা মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি জোবায়ের আহমাদ কাওসার, খেলাফত মজলিসের ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাহেল, কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.