সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
রাজশাহী র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার বিকেলে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজশাহীর গোদাগাড়ী উজানপাড়া বাইপাস মোড়স্থ হাজি সুপার মার্কেটের তাপস জুয়েলার্সের সামনে থেকে হেরাইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ীর নাম শফি ফকির (৩২)। তিনি খুলনা সদর এলাকা ঘাট আশরাফুল মামুর মাজার এলাকার মাহাবুবুল আলমের ছেলে।
র্যাব জানায়, আটক শফি খুলনার সদর থানার বাসিন্দা এবং রাজশাহীর অলি ফকিরের মাজারে নিয়মিত যাতায়াত করতো। এ প্রেক্ষিতে তিনি মাজারেই দরবেশ ছদ্মবেশে থাকতেন। আর এখান থেকে চাঁপাইনবাবগঞ্জসহ সীমান্ত দিয়ে মাদকদ্রব্য এনে তিনি দেশের বিভিন্নস্থানে পাঠাতেন। বুধবার তিনি ৭৬১ গ্রাম হেরোইন নিয়ে ব্যাটারি চালিত অটোযোগে রাজশাহীতে ফিরছিলেন।
পথে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দল জানতে পেরে তাকে আটক করে। আটকের পর কাছে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় হেরোইন। আটক শফিকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে