নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৩ সময় সকাল ১০টায় তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজ প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রযুক্তি শিক্ষা অর্জনের লক্ষ্য কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা পরিসংখ্যান এর মাধ্যমে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থীর উপহার হিসাবে হাতে তোলে দিলেন ট্যাপ। শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, কাজলা উচ্চ বিদ্যালয়, কাঁচিলাহাটি দামিহা রাহেলা উচ্চ বিদ্যালয়,ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়,জাওয়ার উচ্চ বিদ্যালয়,তালজঙ্ঘা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,সহিলাটি উচ্চ বিদ্যালয়,তালজঙ্ঘা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়,বানাইল উচ্চ বিদ্যালয়,হাজী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়,শাহ আবুল হাসেম উচ্চ বিদ্যালয়,দিগদইড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,উমেদ আলী ভুইঁয়া উচ্চ বিদ্যালয়, পুরড়া উচ্চ বিদ্যালয়,এ-সময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুইঁয়া শাহিন, তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার লুবনা শারমিন, মাধ্যমীক শিক্ষা অফিসার একে এম গোলাম কিবরিয়া, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, তাড়াইল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো ফারুক আহমেদ ও তাড়াইল থানা ইনচার্জ অফিসার মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি জাওয়ার ইউনিয়ন মো : শরিফুল ইসলাম আবু জাহেদ ভূইয়া চেয়ারম্যান তালজাঙ্গা ইউনিয়ন, শিক্ষক বৃন্দ সহ সাংবাদিক বৃন্দ।দুপুর ২ টা তাড়াইল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় ২৬ মার্চ মহান স্বাধীন দিবস মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, উক্ত আলোচনা সভায় তাড়াইল -করিমগঞ্জের ৩ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। তিনি বলেন এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, যে কোনো বিনিময়ে অর্জিত স্বাধীনতার মান ধরে রাখবো। আগামী দিনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টির উত্তর উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.