সিরাজুল ইসলাম আতশী, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ জেলার ইটনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।
রবিবার ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয় এবং সকল সরকারী, আধা সরকারী, বেসরকারী, স্বায়ত্ব শ্বাসিত প্রতিষ্ঠান,ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, ভবন, দোকান পাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে আটটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন
সংলগ্ন স্বাধীনতা স্মারকে পুষ্প স্তবক অর্পণ করা হয়। ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নিবার্হী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ইটনা
উপজেলা সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস, ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলা
পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইসমাইল হোসেন, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর
খসরু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, পুষ্প স্তবক অর্পণে অংশ গ্রহণ করেন। সকাল সাড়ে নয়টায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ হেলিপেড মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিএনসিসির সদস্যবৃন্দের সমাবেশ ও অভিবাদন গ্রহণ
করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের
সদস্যদের নিয়ে স্মৃতি চারণ ও সংবর্ধনা প্রদান করা হয়। জাতির শান্তি সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসানালয়ে বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হয়।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান ও ইফতার মাহফিলে আয়োজন করা হয়।
হাসপাতাল ও এতিম খানা সমুহে উন্নত মানের খাবার পরিবেশন উন্মুক্ত স্থানে মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচিত্র, প্রামান্য চিত্র প্রদর্শন করা
হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক সংগঠন, রাজনৈতিক দল সহ ইসলামিক ফাউন্ডেশন ইটনা এর আয়োজনে কুরআন খতম আলোচনা সভা ও দোয়া করা হয়। সন্ধ্যায় সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্ব শ্বাসিত প্রতিষ্ঠান এবং ভবন সমূহে স্বল্প পরিসরে আলোক সজ্জার মাধ্যমে দিনের কর্মসূচী সমাপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.