ডেস্করিপোর্ট ঃ জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৪/০৩/২৩ খ্রি: ১৩.১০ ঘটিকায় কিশোরগঞ্জ থানাধীন কুট্রাঘর সাকিনস্থ ধৃত আসামি মোঃ রুহুল আমিন এর ছেলে সুমনের ঘরের ভিতর অভিযান পরিচালনা করে আসামি ১। সুমন বাপ্পি ((৩০) পিতা- মোঃ রুহুল আমিন , সাং- কুট্রাঘর থানা +জেলা- কিশোরগঞ্জ ২। আলাউদ্দিন (৪০) পিতামৃত- আকলিছুর রহমান সাং- দক্ষিণ বালিগাও থানা- কমলগঞ্জ জেলা- মৌলভীবাজার ৩। বাসুনা (৩০) স্বামীমৃত- মুসলেম খা সাং- নয়াগাঁও পিতা মৃত- শফিকুল ইসলাম সাং- মজলিসপুর থানা- কসবা জেলা - বি -বাড়ীয়াদের কে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজত থাকা সর্বমোট ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৩.৫৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.