শাহ আলম বিল্লাল
এই যে তুমি রোজার মাসে
খাও লুকিয়ে খাবার
এখনো কি হয়নি সময়
দ্বীন কে নিয়ে ভাবার।
রোজা এলেই কর তুমি
আহার দিনের বেলা
রমজান কেন ভাই
করছো অবহেলা।
হেলায় হেলায় যাচ্ছে সময়
হয়না দ্বীনের কাজ
বুক ফুলিয়ে চল তুমি
নিজকে ভাব রাজ।
দ্বীনের পথে আসো ফিরে
আসবে ফিরে শান্তি
ক্ষমা করুন হে বিধাতা
অতীতের ভুল ভ্রান্তি।