ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্কুল শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বেহাল দূর্দশা, চরম দূর্ভোগে আছে কোমলমতি স্কুল শিক্ষার্থীরা।
২৩ মার্চ সরেজমিনে দেখা যায় উপজেলার ৫০ নং বড়খারচর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পিছন থেকে দক্ষিন দিকে গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া রাস্তা ভেঙ্গে বেহাল অবস্থায় আছে।রাস্তার বিভিন্ন ভাঙ্গা অংশে পানি জমে পুকুরের ন্যায় হয়ে গেছে।বড়খারচর পশ্চিমপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার একমাত্র এই রাস্তা সংস্কার করার ব্যাপারে নেই কর্তৃক্ষের কোন মাথা ব্যথা।এতে স্কুল গামী বাচ্চাদের চলাচলে বিঘ্নতা এমনকি রাস্তার ভাঙ্গনে পরে কোমলমতি শিশুদের দূর্ঘটনা হতে পারে যেকোন সময়।স্কুল গামী বাচ্চাদের অভিভাবকগণ জানান, বাচ্চাদের স্কুলে নিয়মিত যাওয়ার সুবিধার্থে এই রাস্তাটা সংস্কার করা অথীব জরুরি।
এ ব্যাপারে পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন বলেন,এ রাস্তার টাকা এসেছে আরো তিন বছর আগেই অথচ এই কাজটা করতেছে না ঠিকাদার বদিউল আলম।শুধু এটা নয় আমার আসার আগে পৌরসভার সকল কাজের ঠিকাদার বদিউল।এবং সে সবগুলো কাজই এ অবস্থায় রেখেছে।
এ ব্যাপারে ঠিকাদার বদিউল আলম জানান, আগের কাজের বিল পাইনি এখনো তাই।