স্টাফ রিপোর্টার :’বিচার দীর্ঘসূত্রিতা বিচারহীনতার নামান্তর ‘এই প্রতিপাদ্য নিয়ে হেযবুত তওহীদের দুই সদস্য খুনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩মার্চ সকালে সমবায় ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনের সদস্যরা।গুজব ছড়িয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে হেজবুত তওহীদের দুই সদস্যকে হত্যার প্রতিবাদে এবং আসামীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলার সভাপতি মোঃ হিমসেল ভূঁইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় রাজনৈতিক সম্পাদক মো. রহমত উল্লাহ রানা,কৃষি বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইমতিয়াজ কবির তুতুল,সাংগঠনিক সম্পাদক মো. আরফান ভূঁইয়া, অর্থ সম্পাদক আবুল হাসেম চয়ন, আইন বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন,নোয়াখালীর সোনাইমুড়ীতে ২০১৬সালের ১৪মার্চ নির্মমভাবে দুইজনকে গলা কেটে করে হত্যা করার পর তাদের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।এই হত্যাকান্ডের ৭বছর পেরিয়ে গেলেও এর বিচার কার্যক্রম শুরু হয়নি।বিচারের দীর্ঘসূত্রিতার ফলে মূল আসামীরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।দ্রুততার সাথে ইব্রাহিম রুবেল ও সোলায়মান খোকনের হত্যাকারীদের বিচারকার্য শুরু করার জোর দাবি জানান তারা।