সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশা চাপায় সাদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের জামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সাদ উপজেলার জামাইল গ্রামের মুরাদ মিয়ার ছেলে ও জামাইল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা ছুটির পর রাস্তা পার হওয়ার সময় হোসেনপুর গামী একটি অটোরিকশা সাদকে চাপা দেয়। এতে সে গুরত্বর আহত হয়। মুমূর্ষু অবস্থায় ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক মফিজ উদ্দিন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানবশত দুর্ঘটনা হওয়ায় দুপক্ষ মিলে তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে।