আবু হানিফ পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা এগারসিন্দু ইউনিয়ার হতে চুরি হওয়া চারটি মোটর সাইকেল সহ একজন চোর সদস্যা আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
শনিবার (১৮ ই মার্চ) রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের বোরহান উদ্দিন ( কাজল) এর ছেলে বিমুল হরফে বিপ্লব (৩২) কে নিজ বাড়ি থেকে চারটি মোটরসাইকেল সহ আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান বলেন, শনিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানা অভিযান চালিয়ে চুরি যাওয়া চারটি মোটর সাইকেলসহ তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। পরে মোটর সাইকেল সহ আটককৃত ব্যক্তি মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.