সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
রাজশাহীর তানোর উপজেলার কলেজ ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নাইস গার্ডেন চত্বরে তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতি ও তানোর উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক নজরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার। তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। বিশিষ্ট সমাজ সেবক ও আ’ লীগ নেতা আবুল বাসার সুজন।
তানোর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাদারণ সম্পাদক অনুকুল কুমার ঘোষ, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী, সাধারন সম্পাদক আতাউর রহমান।
বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ। উক্ত মিলন মেলায় তানোর উপজেলার সকর কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী এবং তানোর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীগন এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রাজশাহী -১ ( তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর উদ্যোগে প্রতিবছরই তানোর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নিয়ে পৃথক পৃথক ভাবে মিলন মেলার আয়োজন করা হয়।