লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট’র নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্টান ১৮ মার্চ শনিবার সকাল ১১ টায় জেলা বার লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এইচএসসি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক ছাত্র নেতা খালেদা আক্তার। শেফালী আক্তার লাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাসদ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এড. শফিকুল ইসলাম, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্র নেতা মুক্তা বাড়ৈ , জেলা বাসদ এর সদস্য সচিব এড. মাসুদ আহমেদ, সদস্য সাজেদুক ইসলাম সেলিম, জুনায়েদ ইসলাম, সাবেক ছাত্র নেতা শাহিন আহমেদ, ছাত্রফ্রন্ট গুরুদয়াল কলেজ শাখার সদস্য সচিব ছাত্র নেতা জহিরুল ইসলাম সুমন। বক্তাগন বই, খাতা, কাগজ, কলম সহ শিক্ষা উপকরণের দাম কমানোর আন্দোলন ও শিক্ষা রক্ষার আন্দোলন সহ সকল নৈতিক ও যৌক্তিক আন্দোলন বেগবান করতে ছাত্র সমাজের প্রতি আহবান জানান । অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।