শাফায়েত নূরুল:
কিশোরগঞ্জের নিকলীতে দিবাগত রাতে শুক্রবার ভোর বেলা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জন অস্ত্র মামলার আসামি কে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন, নিকলী উপজেলা সদর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মৃত আব্দুল হাশিম ম্যানেজারের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩২), আব্দুল হালিমের ছোট ছেলে মোঃ সালমান (২৪), একই এলাকার আবু মিয়ার ছেলে ফজলু রহমান (৫০), মোঃ একিন আলী ছেলে শামসু (৩৫), ও নিকলী নগর গ্রামের শের আলীর ছেলে মাহমুদুল হক তোফাজ্জল (৩৮)। পুলিশ জানায়, এস আই রিয়াদের নেতৃত্বে সঙ্গী ফোর্সের সহযোগিতা গতকাল দিবাগত রাত ভোর বেলা নিকলী বিভিন্ন স্পট থেকে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ জন অস্ত্র মামলার আসামি কে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন। এই ব্যাপারে নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।