নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৭ টায় জেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ -১ (কিশোরগঞ্জ সদর – হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার ), জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান , পৌর মেয়র মাহমুদ পারভেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন ৷ এসময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে এমপি হোসেনপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকাল ৮.৩০ মিনিট সময়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেক কেটে এক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন ৷ এ সময় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।