নিজস্ব প্রতিবেদক ঃ কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়ভাগ এলাকার সন্ত্রাসী জাহাঙ্গীর গংরা প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে ।
লিখিত অভিযোগ ও সরজমিন ঘুরে জানাযায়, লতিবাবাদ ইউনিয়নের বড়ভাগ এলাকার কেনু মিয়ার সন্ত্রাসী পুএ জাহাঙ্গীরের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী ও প্রতিবেশীরা।
জাহাঙ্গীরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি করেছে ভোক্তভোগীরা। এলাকার লোকজন বলেন, সম্প্রতি সময়সহ বিভিন্ন সময়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগের শেষ নেই। জাহাঙ্গীরের বিরুদ্ধে মুজিবের ফিসারীর ডেজার মেশিন চুরি, হারুনের দোকানে দিনেদুপুরে অস্ত্র ঠেকিয়ে লুটপাট, আবুল কালামকে প্রাণ নাশের হুমকি, জামানের সাথে সন্ত্রাসী কর্মকান্ডের ফলে স্হানীয় গ্রাম্য শালীসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্হানীয় মেম্বারসহ লোকজন। তার মাঝে গত ৩ মাস যাবত জাহাঙ্গীর গংরা তার প্রতিবেশী বিধবা আম্বিয়ার বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।
গত বৃহস্পতিবার ৯/৩/২০২৩ তারিখ সকালে আম্বিয়ার বাড়িতে হামলায় করে গাছ- পালা কেটে আম্বিয়ার ছেলে কালামকে রামদা দিয়ে কোপানোর চেষ্টা চালায়।গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়িতে ও বাথরুমে রামদা দিয়ে কুপানোর চিত্র এখনো দৃশ্যমান। বাড়িতে হামলার বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জে মডেল থানায় এস আই রুকুন্নুজামান( রোকন) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্হল পরিদর্শন করে ঘটনার সত্যতার বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগের তদন্ত করা হয়েছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.