সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরে প্রধান
রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে নগরীর শুকান দিঘি সংরক্ষিত জলাধার। উচ্চ আদালতের নির্দেশনায় এই পুকুরটি পুকুরটি ভরাট না করতে নির্দেশনাও রয়েছে। তারপরও প্রভাবশালী মহল পুকরটি ভরাট করে দোকান ঘর নির্মাণ করছে।
আজ বুধবার বেলা ১১টায় পুকুরটি ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালীরা পুকুরের মালিকানা দাবি করে সব পক্ষকে ম্যানেজ করে রাতের আঁধারে ভরাট করছে ও দোকান নির্মাণ করছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ও পুকুরটি যথাযথভাবে সংরক্ষণের দাবি করেন।