1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

আবারো ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ৩০

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার পড়েছে

ওয়াসিম ঃ গতকাল ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। সেখান থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ৩০ জন। নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। খারাপ আবহাওয়ার কারণে সেটি ডুবে যায়। ইতালির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, বাণিজ্যিক দুইটি জাহাজ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনী ফ্রনটেক্স আকাশ পথে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
এর আগে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস চ্যারিটি টুইট বার্তায় জানায়, ইতালির দিকে যাত্রা করা নৌকাটি বেনগাজির প্রায় ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ডুবে যায়।
তাছাড়া অ্যালার্ম ফোন নামের অন্য একটি চ্যারিটি সংস্থা ওই নৌকাটি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেছিল। এটিতে ৪৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিল।
কয়েকদিন আগে সমুদ্র থেকে উদ্ধার করে এক হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে ইতালির উপকূলে নিয়ে আসা হয়। এর আগে দেশটির কোস্টগার্ড তিনটি নৌকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। কারণ ওই নৌকাগুলো উত্তল সমুদ্রে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST