ডেস্করিপোর্ট ঃ বাজিতপুরে থানা পুলিশের হাতে ১টি দেশীয় পাইপগান ও ২টি কার্তুজসহ দুর্ধর্ষ রুকনুজ্জামান ওরফে রোকন গ্রেফতার।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার এসআই দেলোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ওয়ারেণ্টভূক্ত আসামি রুকনুজ্জামান @ রোকন (৩৮), পিতা- শামসুদ্দীন, সাং- মাছিমপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জকে বাজিতপুর থানাধীন দক্ষিন সরারচর সাকিনস্থ আক্তার ভ্যারাইটিস ষ্টোর এর সামনে পাকা রাস্তা উপর হতে ১২.০৩.২৩ তাং ২৩. ৩০ ঘটিকায় গ্রেফতার করে এবং আসামির দেহ তল্লাশী করে আসামির পরিহিত প্যাণ্টের ভিতরে কোমড়ের বামপাশে নিচে গোজা অবস্থা কালো রংয়ের পলিথিনের ভিতর হতে ০১টি পাইপগান ও ০২টি রাবার কার্তুজ উদ্ধার করে ২৩:৩৫ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় বাজিতপুর থানার মামলা নং ০৮, তাং- ১৩.০৩.২০২৩ খ্রি:, ধারা- ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯A রুজু করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে থানা রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে অস্ত্র, চুরি ও ডাকাতিসহ ০৭টি মামলার তথ্য পাওয়া যায়। মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.