আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এক কিশোরী শ্রমিকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার (১৩মার্চ) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার (ওরিয়ন মিলের ১নং গেইটের সামনে) নজরুল ইসলামের ভাড়া বাসার রুম থেকে স্থানীয় একটি কারখানার শ্রমিক নাছিমা বেগম (১৫)’র লাশ গলার ওড়না দিয়ে ঘরের ধন্নার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত নাছিমা বেগম সিলেটের সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার নোওয়াগাঁও উত্তর শ্রীপুর এলাকার আলী হোসেনের মেয়ে। সে তার বাবা-মা’র সাথে ভাড়া বাসায় থেকে চাকুরি করতো।
নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন নাসিমা ডিউটিতে না গিয়ে রুমেই ছিল অনেক বেলা হয়ে যাওয়ার পরও ঘুম থেকে না ওঠায় ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।