সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে সাইফুল ইসলামকে (৪৫) ষাট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও ট্রাক জব্দ করা হয়েছে।
রোববার (১২ মার্চ) দুপুরে উপজেলার মধ্য গোবিন্দপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর গ্রামে অন্যের বাড়ির পাশে কৃষি জমি নষ্ট করে পুকুর খননে ভেকু দিয়ে মাটি কাটা ও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.