মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির মেয়াদ পূর্তি উপলক্ষে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে কটিয়াদী এস.আর অফিস চত্ত্বরে দলিল লেখক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সাধারন সভার প্রথম পর্বে কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাইনুল হক মেনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা সাব—রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মোতালেব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাজী মস্তোফা কামাল নান্দু, গোলাম ফারুক চাষী, মো. আব্দুল মান্নান, সিরাজ উদ্দিন আহম্মদ বকুল, মোঃ নূরুল ইসলাম, ক্বারী মোঃ শহিদুল হক, মোঃ আল—আমিন, আশরাফুল আলম রতন, মো. আনোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরবর্তী কমিটি গঠনের লক্ষপ মো. নূরুল হক জানুর সভাপতিত্বে ও মাইনুল হক মেনুর সঞ্চালনায় সাধারন সদস্যগণের মতামতের ভিত্তিতে কাজী মস্তোফা কামাল নান্দুকে আহবায়ক , গোলাম ফারুক চাষীকে সদস্য সচিব ও মো. আব্দুল মান্নানকে সদস্য মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি ঘোষনা করা হয়।