মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন “আনন্দ টিভি’র” পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান।
শনিবার (১১ মার্চ বেলা) ১০ টায় সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ আনন্দ টিভির সিরাজগঞ্জ অফিস কার্যালয় (নিউজহোম) কক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ শিকদারের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখান্দ ২ আসনের মাননীয় সংসদ সদস্য, অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আনন্দ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাধন দাস সিরাজগঞ্জের উন্নয়ন চিত্র বেশি বেশি করে টেলিভিশনে তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য একরামুল হক, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুণ, গাজী টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার দিলীপ গৌড়, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রিংকু কুন্ড, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
আনন্দ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাধন দাসের আয়োজনে ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা আনন্দ টিভি’র ৫ বছরের কর্মকান্ড নিয়ে ভূয়সী প্রশংসা ও ভবিষ্যত উজ্জল সাফল্য কামনা করেন।