ডেস্ক রির্পোট
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এসআই/ উজ্জল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১০ মার্চ ২০২৩ খ্রি: ইটনা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে ইটনা থানাধীন মৃগা (আমিন নগর) সাকিনে জনৈক সালা উদ্দিন এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি সালাউদ্দিন (৩৫), পিতা- জয়নাল আবেদীন, সাং- মৃগা (আমিন নগর), থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জকে আটক করে এবং আসামির হেফাজত হতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সকাল ০৬.৪০ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে ইটনা থানার মামলা নং-০২, তারিখ- ১০/০৩/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।