এম এ আকবর খন্দকারঃ- ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) উদ্যোগে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যে ৮ মার্চ বুধবার বিকালে কাারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র বঙ্গবন্ধু কর্নারে ডিপিএফ সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মীর আশরাফ উদ্দিনের সন্চালনায় আলোচনা সভায় অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র (TTC) অধ্যক্ষ জাভেদ রহিম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আইরিন আক্তার ডালিয়া, কিশোরগঞ্জ মহিলা পরিষদের সভাপতি এ্যাডভোকেট মায়া ভৌমিক, কিশোরগঞ্জ এনজিও সমন্ময় পরিষদের উপদেষ্টা কিলকিস বেগম, কিশোরগঞ্জ আর্থ সামাজিক উন্নয়ন সংস্হার সভাপতি শামীমা বেগম, কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক পান্না দত্ত রায়, ডিপিএফ সহ-সভাপতি হাসিনা হায়দার চামেলী, সদস্য চন্দ্রা রানী সরকার, খুজিস্হা বেগম জোনাকী বাহার উদ্দিন প্রমুখ। বক্তারা নারী শিক্ষা ও ক্ষমতায়নের পাশা-পাশি নানা প্রতিকূলতার কথা উল্লেখ করেন, যা সামাজিক ভাবে নারী-পুরুষের ক্ষমতা ও মর্যাদায় বৈষম্য সৃষ্টি করছে। এসব বৈষম্য দূরিকরনে বিভিন্ন দিক নির্দেশনাও তুলে ধরেন। উক্ত অনুষ্ঠান কমিউনিকেশনে ছিলেন ডিপিএফ মেম্বার লিমা আক্তার, ফারজানা আক্তার, শারমীন আক্তার । সভায় সরকারি-বেসরকারি , গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশ নেন। অনুষ্টানটি মনিটরিং করেন পিফরডি প্রকল্পের সিলেট বিভাগের আঞ্চলিক কো-অর্ডিনেটর মোঃ আলমগীর মিয়া।