তন্ময় দেব :
শাল্লা প্রতিনিধি সুনামগঞ্জ :
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ৭ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার কালীপদ দাসের উপস্থাপনায়,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রেমবাশি দাস,বীর মুক্তিযোদ্ধা অনিল দাস, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায় প্রমুখ।
সভা শেষে ৭ মার্চের ভাষণের উপর গতকালে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী
বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.