রাজারহাট ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আজ রাজারহাটে ভাব – গম্ভীর পরিবেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্র লীগ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনসমূহ বাঙালীর অসংবাদিত নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প – মাল্য অর্পণ করে। প্রধান মন্ত্রীর ৭ মার্চের ভাষণ ভিডিও কন্ফারেন্সের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহওয়ার্দ্দী বাপী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, থানা অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ – হিল জামান, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, উপজেলা প্রানী সম্পদ অফিসার প্রমূখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। । সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।