সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরে প্রধান
নগরীর বিলশিমলা গ্রেটার রোডে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে বরেন্দ্র মার্কেটের ৩টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০লাখ ক্ষতি হয়েছে।
জানা গেছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে জনৈক দুলাল হোসেনের নুর গ্লাস থাই এ্যালুমিনিয়াম এর গোডাউনে আগুন লাগে। আগুনে গোডাউনে থাকা বোর্ড, কাঠসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে। পরে তা পাশে থাকা জনৈক শফিকুল ইসলামের শফিক ফার্নিচার ও খাদেমুল ইসলামের রাজশাহী থাই এ্যালুমিনিয়াম এ ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে জনৈক দুলাল হোসেনের নুর গ্লাস থাই এ্যালুমিনিয়াম এর গোডাউনে আগুন লাগে। এ পর্যায়ে জনৈক শফিকুল ইসলামের শফিক ফার্নিচার ও খাদেমুল ইসলামের রাজশাহী থাই এ্যালুমিনিয়াম এ ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগন আগ্নিনির্বাপনে ব্যার্থ হলে রাত ১২টা ২০ মিনিটে ফায়ার সার্ভিষ ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনা স্থলে পৌছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলামের নির্দেশনায় এক চেষ্টা করে আগুন নির্বাপন করেন। এরপর ২০মিনিট ড্যাম্পিং এর কাজ চলে। অগ্নিকান্ডে দুলাল হোসেনের প্রায় ৫লাখ টাকার মালামাল পুড়ে যায়। শফিকুল ইসলামের ২লাখ টাকার ও খাদেমুল ইসলামের ৩লাখ টাকার মালামাল পুড়ে যায়।