ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।
৭ মার্চ সকাল ৯ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমন সরকার,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম,জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাষ্টার,অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা,মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক জেলা পরিষদের সদস্য জিল্লুর রহমান, পৌর মেয়র সৈয়দ সারোয়ার মহসিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: আদনান আখতার,সমবায় কর্মকর্তা জাকির হোসেন, সমাজ সেবা কর্মকর্তার আবুল খায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:মোহাম্মদ শরিফ সহ মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ ও সুশীল সমাজের লোক প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষন প্রদান করেন আগরপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র আরাফাত হোসেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান।