মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে সলঙ্গা থানা এলাকা থেকে ৬০০০ (ছয় হাজার) পিচ ইয়াবাসহ নাজমুল হক বাহার(৫০) ও রাবেয়া সুলতানা সুমী(৪২) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (০৪ই মার্চ) বিকালে সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোড গোলচত্তর বগুড়াগামী মহাসড়কের উপড় মাদক বিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ। এসময় ৬০০০ (ছয় হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ২ জন মাদক কারবারিকে আটক করে।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মরুড়া থানার মইশাইর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে নাজমুল হক বাহার (৫০) ও বগুড়া জেলার নামুজা গ্রামের মৃত আবুল প্রামানিকের মেয়ে রাবেয়া সুলতানা সুমী (৪২)।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এস আই নাজমুল হক বিপিএম রবিবার (৫মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষের দিক নির্দেশেশনায় সঙ্গীয় ফোর্সসহ সিরাজগঞ্জ রোড গোলচত্বর বগুড়াগামী মহাসড়ক এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৬০০(ছয় হাজার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ সংক্রান্তে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীদ্বয়’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.