শাল্লা (প্রতিনিধি) সুনামগঞ্জ ঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নাপিতের কুড় শুকিয়ে চলছে মাছ ধরার উৎসব। নাসিরপুর গ্রামের প্রভাবশালী হাবুল মিয়াগং প্রশাসনকে আংগুল দেখিয়ে বিল শুকানোর মহোৎসবে মেতে উঠেছে।
উপজেলার বড় বিলের মধ্যে নাপিতের কুড় বিল টি অন্যতম। এই বিলের পানির উপর নির্ভর করে আশে পাশে থাকা কয়েক শত হেক্টর বোরো ক্ষেত।
এই বিল শুকিয়ে ফেলায় সময় মতো পানি দিতে পারবেনা বিদায় ফসল কম হওয়ার আশংকায় ক্ষোভ প্রকাশ করেছে অনেক কৃষক।
সরজমিনে গিয়ে দেখা যায় শাল্লা উপজেলার ৪ নং শাল্লা
ইউনিয়নের নাসিপুর এলাকায় হাবুল মিয়ার , নেতৃত্বে নাপিতের কুড় বিল শুকিয়ে মৎস্য আহরণ চলছে।
এলাকার প্রভাবশালী হওয়ায় ওদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি নয়।
বিল শুকানোর বিষয়ে জানতে চাইলে হাবুল মিয়া জানান আমরা সমিতির সকল সদস্য সম্মতিক্রমে বিল শুকিয়েছি এর চেয়ে বেশি কিছু জানি না বলে এড়িয়ে যান।
এব্যাপারে উপজেলা শাল্লা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি সুনামগঞ্জ রয়েছি।
এই বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেন। বিল শুকানোর কোনো নিয়ম আছি কি না জানতে চাইলে তিনি বলেন, বিল শুকানোর কোনো নিয়ম নেই। তবে আমি শাল্লায় এসে ওদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।