সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল এঁর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার (২ রা মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনও’কে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ,সহ- সভাপতি এম এ মতিন,সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সাংবাদিক মো. সাগর মিয়া,এস এম রিফাত, রাজু আহমেদ,সোহেল মিয়া, মাহফুজ রাজা প্রমূখ।
সৌজন্য আলোচনায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২২ শে ফেব্রুয়ারি বুধবার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি কর্মস্থলে যোগদান করেছিলেন । তাঁর যোগদানে স্থানীয় সাংবাদিক মহল ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষ তাকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।