মিঠুন পাল,(পটুয়াখালী)থেকে:
পটুয়াখালী গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে ৭ই মার্চ/২৩ উদযাপনের লক্ষ্যে, ১লা মার্চ বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ এর সঞ্চালনায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ ই মার্চ ১৯৭১ সনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরাধীন বাংলাদেশ ও বাঙালি জাতিকে মুক্তির লক্ষ্যে তৎকালীন পাকিস্তানের সরকারের বিরুদ্ধে, ঢাকা সরোয়ার্দী ময়দানে পৃথিবী খ্যাত ভাষণে বাঙালি জাতির মুক্তির সংগ্রাম ও স্বাধীনতা অর্জনের লক্ষ্যে যে ভাষণ প্রদান করেছে, তার যথাযথ সম্মানের লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কাজী আব্দুল মমিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সজল দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী। ৭ই মার্চের কর্মসূচির নানা বিষয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ দলীয়ভাবে ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে দপ্তর সম্পাদক সমীর দেবনাথ জানান। ৭ই মার্চের আলোচনা শেষে, জাতীয় বীমা দিবস নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.