পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের অফিসের দরজায় তালা দিয়ে ভাতার কার্ড বিতরণ করেন সমাজসেবা কর্মকর্তা।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত উপজেলার বুরুদিয়া ও চরফরাদী ইউনিয়নের বিভিন্ন এলাকার ত্রুটিপূর্ণ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার কার্ড পাকুন্দিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে বসে কার্ড বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদুল হক রাতুল।
সরজমিনে দেখা যায় বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য রায়হান ভূঞা ও চরফরাদী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নাসিমা খাতুনসহ ৮/১০ মহিলা নিয়ে সমাজসেবা অফিসের সামনে দাড়িয়ে ছিলেন। এসময় ভোক্তাভোগী মহিলাদের উদ্দেশ্য রায়হান মেম্বার বলেন মেম্বারনীর সাথে সমন্বয় করুন তাহলে আজকেই কার্ড নিয়ে দেওয়া যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভূক্তাভোগীরা জানান, ৩ থেকে ৫ হাজার টাকা দিয়ে ভাতার কার্ড নিতে হচ্ছে। টাকা না দিলে ভাতার কার্ড নিয়ে তালবাহানা করেন। তাই টাকা দিতে আমরা বাধ্য হচ্ছি।
অনুসন্ধানে দেখা যায় ২৭ ফেব্রুয়ারী ( সোমবার) উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদুল হক রাতুলের পাকুন্দিয়া অফিসের শেষ কর্ম দিবস। তাই তড়িঘড়ি করে টাকা বিনিময়ে ও জনপ্রতিনিধির যোগসাজশে সন্ধ্যার পর কার্ড গুলো বিতরণ করেন। এসময় উপস্থিত বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য রায়হান ভূঞাকে প্রশ্ন করা হলে তিনি নিজেকে অফিসের কর্মচারী হিসেবে পরিচয় দেন।
এবিষয়ে জানতে চাইলে সমাজসেবা কর্মকর্তা মাকসুদুল হক রাতুল বলেন, দিনে বুরুদিয়া ইউনিয়নে ভাতা ভোগীদের কার্ড বিতরণ করি যারা স্ব শরীরে উপস্থিত হতে পারেনি তাদের কে অফিস থেকে কার্ড নিতে বলি কিন্তু রাতে অফিসের বাহিরে ভাতা ভোগীরা জড়ো হলে তালা লাগিয়ে দেই কিন্তু তার সাথে মেম্বার সাথে থাকার বিষয়ে মন্তব্য করেন নি।
নব যোগদানকৃত উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশীদ জানান, রাতে অফিসে কার্ড বিতরণ করার নিয়ম নেই। আমি আজ ( মঙ্গলবার) যোগদান করেছি। বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কোন অনিয়ম করে থাকেন তাহলে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে অবগত করে ব্যাবস্হা নেওয়ার সুপারিশ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী জানান, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.