নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জেের মিঠামইনে রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে শেখ হাসিনা রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে প্রথমবারের মতো তার গ্রামের বাড়িতে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির মিঠামইনের গ্রামের বাড়িতে আসেন।
নিজের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পরিবারের সদস্যরা।
বঙ্গবন্ধুকন্যাকে নিজের বাড়িতে স্বাগত জানাতে সোমবার বিকেলে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে মিঠামইন আসেন আবদুল হামিদ।
শেখ হাসিনাকে নিজ গ্রামের বাড়িতে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করছেন রাষ্ট্রপতি।
দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর মঙ্গলবার সকালে মিঠামইনে এসেছেন জাতির পিতার কন্যা।
তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে এ অঞ্চলে।
বেলা ১১টা ৫ মিনিটের দিকে ঢাকা থেকে সরাসরি হাওড় অধ্যুষিত মিঠামইনে আবদুল হামিদের বাড়ির পাশে ঘোড়াউত্রা নদীর চরে নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসে’ আসেন শেখ হাসিনা। সেখানে তিনি আবদুল হামিদের নামে নতুন এই সেনানিবাস উদ্বোধন করেন।
রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা নেওয়া শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।
বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।