হুমায়ুন রশিদ জুয়েল : অন্ত্যান্ত সুন্দর ও মনোরম পরিবেশে গত
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাড়াইল সরকার ডিগ্রী কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনী মেলায় ৪৯ টি স্টলে বিভিন্ন প্রজাতির ষাঁড়, গাভী, ছাগল, ভেড়া, রাজহাঁস, মুরগী, কবুতর, টার্কি, কোয়েল, ঘুঘু, পশুর খাবার ও ওষুধের স্টল ছিল।
তাড়ইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নাজমুল হক আকন্দ ভাইস চেয়ারম্যান ,উপজেলা পরিষদ ।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরজাহান বেগম ও সদস্য সচিব প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ বাস্তবায়ন কমিটি। আয়োজন কমিটির অন্যতম সদস্য আবুল কালাম ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব।
তিনি আরো বলেন,যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন তারা এগিয়ে আসেন আমি গবাদিপশু পাখি পালনে আপনাদের সহযোগিতা করব। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। তাছাড়া প্রাণী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। শান্তি পূর্ণ ও সুশৃঙ্খল ভাবে প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.