:: নিজস্ব প্রতিনিধি ::
কিশোরগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষে আগামী ৩ বছরের জন্য মহিনন্দ ইউনিয়ন মৎস্যজীবি লীগের কমিটি গঠন করা হয়েছে।
১৯ শে ফেব্রুয়ারি রাতে কিশোরগঞ্জ শহরের নিরালা টাওয়ারে আনুষ্ঠানিকতার মাধ্যমে শেখ আহমেদ বাবুলকে সভাপতি ও মোঃ শফিকুল ইসলাম (রতন) কে সাধারণ সম্পাদক করে আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন টিটু। অর্থ বিষয়ক সম্পাদক মো. নাঈম শেখ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (চরপাড়া), দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম , তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো আলী নূর,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ওসমান গণি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সাদেকুর রহমান,মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক রিপন বর্মন,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সুমন মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ মস্তুফা,ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জিল মিয়া,সম্মানিত সদস্য মোঃ জাহিদ মিয়া, আবু সাঈদ।
কিশোগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক এমডি ইয়াকুব বেপারী কমিটি হস্তান্তর করেন।
এ সময় জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমিসহ গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।